প্রবাসী ভোটারদের কাছে পাঠানো হয়েছে ৩ লাখ ৩৮ হাজারের বেশি পোস্টাল ব্যালট
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী ভোটারদের কাছে গত ৯ দিনে মোট ৩ লাখ ৩৮ হাজার ৬৯৭টি পোস্টাল ব্যালট পাঠিয়েছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান, শনিবারসহ আগের আট দিনে এসব ব্যালট প্রবাসীদের ঠিকানায় পাঠানো হয়েছে। তিনি বলেন, প্রবাসী ভোটার নিবন্ধনের সংখ্যা ৬ লাখ ছাড়িয়ে যেতে পারে বলে কমিশন আশাবাদী।
পাশাপাশি দেশে অবস্থানরত সরকারি কর্মকর্তা-কর্মচারী, নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তা এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিদের ইন-কান্ট্রি পোস্টাল ভোটের নিবন্ধন সংখ্যাও প্রায় ১০ লাখে পৌঁছাতে পারে। নির্বাচন কমিশন সূত্র জানায়, শুধু শনিবারই সৌদি আরবে পাঠানো হয়েছে ৪৫ হাজার ৫৫০টি পোস্টাল ব্যালট।
এর আগে শুক্রবার বিভিন্ন দেশে পাঠানো হয় ৫৭ হাজার ৩৬০টি ব্যালট, যার মধ্যে সৌদি আরবেই গেছে সর্বোচ্চ ২২ হাজার। এছাড়া বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতে ১০ হাজার ৯৯৯টি, যুক্তরাজ্যে ৩ হাজার ৫০০টি, কুয়েতে ৯০০টি এবং সৌদি আরবে ১৭ হাজার ৫০০টি পোস্টাল ব্যালট পাঠানো হয়।
বিভি/এজেড




মন্তব্য করুন: