• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

পাবনায় দু'টি বাসের সংঘর্ষে পাঁচজন নিহত

প্রকাশিত: ০৯:৩৮, ২২ আগস্ট ২০১৭

আপডেট: ০৯:৩৮, ২২ আগস্ট ২০১৭

ফন্ট সাইজ
পাবনায় দু'টি বাসের সংঘর্ষে পাঁচজন নিহত

পাবনার সুজানগরের চীনাখড়া এলাকায় দু'টি বাসের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২৫জন। নিহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে, তারা হলেন-শ্যামলী বাসের হেলপার সিরাজগঞ্জের মিন্টু হোসেন, রাজশাহীর বাঘার নৃপেন্দ্রনাথ সরকার ও পাবনার সুজানগরের দরিয়াপুর গ্রামের আয়েন উদ্দিন। আহতদের মধ্যে ১৫জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকাল ১০টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের চীনাখড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ সুপার জিহাদুল কবির জানান, শ্যামলী পরিবহনের ঢাকাগামী একটি বাস এবং বিপরীত দিক থেকে আসা পাবনাগামী সাদ্দাম পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। প্রায় দুই ঘন্টার চেষ্টায় দুপুর পৌনে একটার দিকে বাস দু’টি উদ্ধার করা হয়।

মন্তব্য করুন: