রোহিঙ্গাদের নিরাপদে প্রত্যাবাসন নিশ্চিতে মিয়ানমারকে আহ্বান জাতিসংঘ মহাসচিবের
সহিংসতা ও নিপীড়ন বন্ধ করে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য বাস্তবায়নের উদ্দেশ্য নিয়ে মঙ্গলবার থেকে শুরু হলো জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম অধিবেশন। জাতিসংঘের নয়া মহাসচিব আন্তেনিও গুতেরেস রোহিঙ্গা নির্যাতনের বিষয়টি গুরুত্বের সাথে তুলে ধরলেও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প পড়ে ছিলেন পুরনো শত্রু উত্তর কোরিয়াকে নিয়ে।
এমন এক সময় জাতিসংঘের ৭২তম সাধারণ পরিষদের অধিবেশন বসলো যখন রাষ্ট্রীয় নিপীড়নে নিজভূমে শরণার্থী বিশ্বের কোটি মানুষ। ধর্ম, জাতি, বর্ণের ভেধাভেদকে পূঁজি করে চাপিয়ে দেয়া সহিংসতায় নিরিহ মানুষের রক্তে কলঙ্কিত বিশ্ব মানবতা।মিয়ানমারের রোহিঙ্গা জাতিগোষ্ঠী নিধন অভিযানে সরসরি ভূক্তভোগী বাংলাদেশের জন্য এবারের অধিবেশনটি শুরু থেকেই বিশেষ গুরুত্ব বহন করছিলো। বাংলাদেশকে হতাশ করেননি জাতিসংঘ মহাসচিব। বলিষ্ঠ বক্তব্যে রোহিঙ্গা সংকটটি গুরুত্বের সাথে তুলে ধরেছেন তিনি।
মন্তব্য করুন: