• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

টাঙ্গাইলের শাড়ি পরে ব্রিটিশ হাইকমিশনারের বড়দিন উদযাপন

প্রকাশিত: ১৮:০১, ২৫ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
টাঙ্গাইলের শাড়ি পরে ব্রিটিশ হাইকমিশনারের বড়দিন উদযাপন

টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শাড়ি পরে বড়দিন উদযাপন করছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এক বার্তায় এ তথ্য জানায় ঢাকার ব্রিটিশ হাইকমিশন।

বার্তায় বলা হয়, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক সত্যিকারের বাংলাদেশি স্টাইলে বড়দিন উদযাপন করছেন। তিনি টাঙ্গাইলের তাঁতের শাড়ি পড়েছেন, যা সম্প্রতি ইউনেস্কো কর্তৃক বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত।

ঢাকার ব্রিটিশ হাইকমিশনের ভিডিও বার্তায় দেখা যায়, ব্রিটিশ হাইকমিশনার টাঙ্গাইলের তাঁতের শাড়ি বুনন শিল্প প্রত্যক্ষ করছেন। একই সঙ্গে একটি তাঁতের শাড়ি পরে বড়দিনের শুভেচ্ছা জানান।

এদিকে, বড়দিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার বিভিন্ন দূতাবাস। বড়দিনের শুভেচ্ছা জানিয়েছে ফ্রান্স, জার্মান, সুইডেন, কানাডা, চীন, ভারত প্রভৃতি দেশ।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2