ভোটের লড়াইয়ে রুমিন ফারহানা, পেলেন যে প্রতীক
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার ৬টি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ প্রক্রিয়া সম্পন্ন হয়। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আলোচিত স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা পেয়েছেন ‘হাঁস’ প্রতীক।
প্রতীক বরাদ্দের পর তিনি গণমাধ্যমকে বলেন, এই প্রতীক তা1র ব্যক্তিগত পরিচয়ের চেয়েও বেশি ভোটারদের আবেগ ও ভালোবাসার প্রতিফলন। এলাকার মানুষ, বিশেষ করে শিশুদের মধ্যে ‘হাঁস মার্কা’ নিয়ে যে উচ্ছ্বাস, সেটিই তাঁকে এগিয়ে চলার অনুপ্রেরণা জোগায় বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, প্রতীক নিয়ে কোনো অনিয়ম বা জালিয়াতির চেষ্টা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি নিজেকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে তুলে ধরে বলেন, ভোটারদের রায় পেলে এলাকার উন্নয়ন পরিকল্পনাও জনগণের মতামত ও প্রয়োজন অনুযায়ী বাস্তবায়ন করবেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনে মনোনয়নপত্র যাচাই ও প্রত্যাহার শেষে চূড়ান্তভাবে বৈধ প্রার্থী রয়েছেন ৪৮ জন। এর আগে, ১৩ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেন। দলীয় প্রার্থীরা নিজ নিজ দলীয় প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থীরা পছন্দ অনুযায়ী প্রতীক পেয়েছেন।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: