• NEWS PORTAL

  • বুধবার, ২১ জানুয়ারি ২০২৬

১২ ফেব্রুয়ারি নির্বাচন, আজ রাত থেকেই ব্যালট ছাপা শুরু: প্রেসসচিব

প্রকাশিত: ১৬:৫৬, ২১ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
১২ ফেব্রুয়ারি নির্বাচন, আজ রাত থেকেই ব্যালট ছাপা শুরু: প্রেসসচিব

আগামী ১২ ফেব্রুয়ারি ৩০০ আসনেই জাতীয় সংসদ নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। 

বুধবার (২১ জানুয়ারি) বিকালে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

নির্বাচন কমিশনের সচিবের বরাত দিয়ে প্রেসসচিব বলেন, পাবনা-১ ও পাবনা-২ নিয়ে সৃষ্ট জটিলতা দূর হয়েছে। তাই ৩০০ আসনেই নির্বাচন হবে।

আগামী ১২ ফেব্রুয়ারি ৩০০ আসনেই জাতীয় সংসদ নির্বাচন হবে। বুধবার (২১ জানুয়ারি) মধ্যরাত থেকেই ব্যালট পেপার ছাপা শুরু হবে।

বুধবার অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আইন-শৃঙ্খলা সম্পর্কিত বৈঠক অনুষ্ঠিত হয়।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত