বিদেশি কূটনীতিকদের সঙ্গে ইসির বৈঠক রবিবার
বাংলাদেশে কর্মরত সব বিদেশি মিশনের কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রবিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজধানীর হোটেল ওয়েস্টিনে কমিশনের সব সদস্য দেশে অবস্থানরত বিদেশি কূটনীতিক, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে অংশ নেবেন।
নির্বাচন কমিশনার আরও বলেন, বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কমিশনের প্রস্তুতি, নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংক্রান্ত বিষয়গুলো তুলে ধরা হবে।
এ ছাড়া নির্বাচনের সার্বিক পরিস্থিতি ও ব্যবস্থাপনা সম্পর্কে কূটনীতিকদের অবহিত করা হবে বলেও জানান তিনি।
বিভি/এসজি



মন্তব্য করুন: