• NEWS PORTAL

  • শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬

দ্বৈত নাগরিক প্রার্থীদের ক্ষেত্রে সরকারের নমনীয়তা গ্রহণযোগ্য নয়: সুজন

প্রকাশিত: ১৬:০১, ২৪ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৬:০২, ২৪ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
দ্বৈত নাগরিক প্রার্থীদের ক্ষেত্রে সরকারের নমনীয়তা গ্রহণযোগ্য নয়: সুজন

গণতান্ত্রিক মূল্যবোধের জন্য আসন্ন নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক দলগুলোকে পরস্পর দোষারোপ না করার পাশাপাশি সহিংসতা পরিহারের আহবান সুশাসনের জন্য নাগরিক সুজনের। একইসাথে দ্বৈত নাগরিক প্রার্থীদের ক্ষেত্রে সরকারের কোনো ধরনের নমনীয়তা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি। 

শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর ডিআরইউতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। 

বদিউল আলম মজুমদার বলেন, অতীতের মতো এবারও নির্বাচনে কালো টাকা ব্যবহারের আশঙ্কা রয়েছে, যা পুরো প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে পারে। কালো টাকার ব্যবহার রোধে সরকারকে আরও কঠোর অবস্থান নেয়ার পরামর্শ দেন তিনি।

তিনি বলেন, পোস্টাল ব্যালট নিয়ে বিতর্ক রয়েছে এবং এ বিষয়ে নির্বাচন কমিশনকে সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি এআইয়ের যুগে ভোটের দিন অপপ্রচার চালানো হতে পারে উল্লেখ করে নির্বাচন কমিশনকে আগেভাগেই সতর্ক ও তৎপর থাকার আহ্বান জানান বদিউল আলম মজুমদার। 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত