• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬

মঙ্গলবার যে তিন স্থানের জনসভায় ভাষণ দেবেন তারেক রহমান

প্রকাশিত: ১৩:৫৬, ২৬ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৩:৫৬, ২৬ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
মঙ্গলবার যে তিন স্থানের জনসভায় ভাষণ দেবেন তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভীষণ ব্যস্ত সময় পার করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দেশের বিভিন্ন জেলায় জেলায় সফর করে জনসভায় বক্তব্যও রাখছেন তিনি। আগামীকাল মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিনভর কর্মসূচি রয়েছে তার।

দীর্ঘ দুই দশকের বেশি সময় পর আগামীকাল মঙ্গলবার ময়মনসিংহে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এদিন দুপুর আড়াইটায় জেলা সার্কিট হাউস মাঠের জনসভায় ভাষণ দেবেন তিনি। এ সময় মঞ্চে ময়মনসিংহ বিভাগের চার জেলার ২৪ জন প্রার্থী উপস্থিত থাকবেন। 

গতকাল রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে জনসভাস্থলে মঞ্চ নির্মাণের কাজ শুরু করেছেন বিএনপি নেতারা।  বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (বিভাগের দায়িত্বপ্রাপ্ত) মো. শরীফুল আলম বলেন, তারেক রহমানের আগমন ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা।

উক্ত সমাবেশ শেষে যাত্রাপথে তিনি পর্যায়ক্রমে আরো দুটি নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন। সন্ধ্যা ৬টায় গাজীপুরের রাজবাড়ি মাঠে এবং সন্ধ্যা ৭টায় রাজধানীর উত্তরা আজমপুর ঈদগাঁও মাঠে অনুষ্ঠিত জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সব কর্মসূচি শেষে রাত ৮টায় তিনি গুলশানস্থ নিজ বাসভবনে পৌঁছাবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

বিভি/এজেড

মন্তব্য করুন: