• NEWS PORTAL

  • শুক্রবার, ১৭ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

পুলিশ সুপার পদের ১১ কর্মকর্তাকে বদলি

প্রকাশিত: ২২:৪১, ১৭ আগস্ট ২০২৩

ফন্ট সাইজ
পুলিশ সুপার পদের ১১ কর্মকর্তাকে বদলি

পুলিশ সুপার (এসপি) পদের ১১ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ট্রাফিক এনফোর্সমেন্ট অফিসার (এসপি) মো. আবুল খায়েরকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি), দিনাজপুর সিআইডির এসপি মো. সেলিম খানকে ট্রাফিক এনফোর্সমেন্টে, ঝিনাইদহ কমান্ড্যান্ট (এসপি) ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের মো. শাহরিয়ার আলীকে রাজারবাগ পুলিশ টেলিকম সেন্টারে, খাগড়াছড়ি ৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন মহালছড়ি এসপি মো. মিজানুর রহমানকে টুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে। 

শিল্পাঞ্চল পুলিশ ইউনিট-১ এর এসপি সাখাওয়াত হোসেনকে বরিশাল পুলিশ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, সিআইডির এসপি (ঢাকা উত্তর) মোহাম্মদ নাজমুল আলমকে মাদারীপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, কক্সবাজার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের এসপি মোহাম্মদ সারোয়ার আলমকে শিল্পাঞ্চল পুলিশে, খুলনা জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের এসপি সৈয়দ মোশফিকুর রহমানকে নৌ-পুলিশে বদলি করা হয়েছে। 

রাজশাহী মহানগরীর উপ-পুলিশ কমিশনার মো. মনিরুল ইসলামকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন এসপি, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কার্যালয়ের এসপি উজ্জল কুমার রায়কে নওগাঁ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে এবং ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের এসপি মোহাম্মদ মাহফুজুর রহমানকে উপ-পুলিশ কমিশনার সিলেট মহানগরীতে বদলি করা হয়েছে।
 

বিভি/ এসআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2