• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

জাতীয় চাঁদ দেখা কমিটি জানালো ঈদে মিলাদুন্নবীর তারিখ

প্রকাশিত: ২০:৫৪, ১৫ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
জাতীয় চাঁদ দেখা কমিটি জানালো ঈদে মিলাদুন্নবীর তারিখ

প্রতীকী ছবি

আগামী ২৮ সেপ্টেম্বর (১২ রবিউল আউয়াল) পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালিত হবে। চাঁদ দেখা না যাওয়ায় রবিবার (১৭ সেপ্টেম্বর) থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশের আকাশে শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় কোথাও চাঁদ দেখা যায়নি বলে জানানো হয় সভায়। এর ফলে ১৬ সেপ্টেম্বর সফর মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। রবিবার থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। আগামী ২৮ সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালিত হবে। বাংলাদেশে এদিন সাধারণ ছুটি থাকে।

সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার। এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মহা. বশিরুল আলম, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদার, আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক আসাদুর রহমানমহ অনেকেই উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ৬৩ বছর বয়সে ১২ রবিউল আউয়ালই মহানবী (স.) মৃত্যুবরণ করেন। দিনটি ঈদে মিলাদুন্নবী (স.) হিসেবে সারা পৃথিবীর মুসলমানরা পালন করে থাকেন।

বিভি/এমআর

মন্তব্য করুন: