• NEWS PORTAL

  • সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

নিবন্ধন পেতে পর্যবেক্ষক সংস্থার আবেদনের শেষ দিন আজ

প্রকাশিত: ১১:৪৩, ২৪ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
নিবন্ধন পেতে পর্যবেক্ষক সংস্থার আবেদনের শেষ দিন আজ

রবিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টার মধ্যে জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধন পেতে আগ্রহী দেশীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করতে হবে। যাচাই-বাছাই করার পর যেসব সংস্থাকে নিবন্ধন দেওয়া হবে তারা পাঁচ বছরের জন্য দায়িত্বে থাকবেন।

এর আগে ২১০টি সংস্থা নিবন্ধন চেয়ে আবেদন করে তার মধ্যে ৬৬টি সংস্থাকে চূড়ান্তভাবে নিবন্ধন দেয় ইসি যেগুলোর নাম নির্বাচন কমিশনের ওয়েবসাইটে www.ecs.gov.bd প্রকাশ করা হয়েছে। 

পরে ১৪ সেপ্টেম্বর নির্বাচনে পর্যবেক্ষক সংস্থার সংখ্যা বাড়াতে নতুন করে নিবন্ধনের জন্য আবেদন চেয়ে দ্বিতীয়বার বিজ্ঞপ্তি জারি করে ইসি।
ইসির পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম জানান, প্রাথমিক বাছাইয়ে বাদ পড়েছে এমন সংস্থাও নতুন করে আবেদন করতে পারবে। এ ছাড়া আপত্তি আসা দুটি সংস্থাও চাইলে নতুন করে আবেদন করতে পারবে।

উল্লেখ্য, ২০০৮ সাল থেকে ভোট পর্যবেক্ষণের জন্য পর্যবেক্ষক নিবন্ধন দিচ্ছে ইসি। সে সময় ১৩৮টি সংস্থা নিবন্ধন পেয়েছিল। সর্বশেষ ২০১৮ সালে ১১৮টি সংস্থাকে নিবন্ধন দিয়েছিল ইসি। তাদের মেয়াদ গত ১১ জুলাই শেষ হয়েছে।
 

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2