• NEWS PORTAL

  • রবিবার, ০২ নভেম্বর ২০২৫

থাইল্যান্ডে গিয়ে বৌদ্ধ ভিক্ষুর বেশ, গ্রেপ্তার ৭ বাংলাদেশি

প্রকাশিত: ১২:১৭, ২৫ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
থাইল্যান্ডে গিয়ে বৌদ্ধ ভিক্ষুর বেশ, গ্রেপ্তার ৭ বাংলাদেশি

ছবি:দ্য থাইগার

সোমবার (২৫ সেপ্টেম্বর) থাইল্যান্ডের গণমাধ্যম দ্য থাইগার এক প্রতিবেদনে জানিয়েছে, থাইল্যান্ডে ইমিগ্রেশন-সংক্রান্ত যাচাইবাছাই এড়াতে বৌদ্ধ ভিক্ষুর ছদ্মবেশ ধরা সাত বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে।  গণমাধ্যমটি বলছে, গতকাল রবিবার (২৪ সেপ্টেম্বর) দেশটির দক্ষিণাঞ্চলীয় সোংখলা প্রদেশ থেকে তারা গ্রেপ্তার হন।

খবরে বলা হয়, গোপন সুত্রের ভিত্তিতে থাইল্যান্ডের সোংখলা ইমিগ্রেশন ও হাট ইয়াই ট্যুরিস্ট পুলিশ যৌথ অভিযান চালিয়ে এই সাত ব্যক্তিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা সবাই পুরুষ। তারা মালয়েশিয়া যেতে চেয়েছিলেন। তাদের সবার মাথা কামানো। পরনে ছিল বৌদ্ধ ভিক্ষুর পোশাক। স্থানীয় লোকজনের সঙ্গে মিশে গিয়ে কর্তৃপক্ষের চোখ এড়াতে তারা এই কৌশল নিয়েছিলেন।

কর্তৃপক্ষ জানায়, দলটি বাংলাদেশ থেকে ভ্রমণ শুরু করে মিয়ানমার হয়ে থাইল্যান্ডে প্রবেশ করে বলে অনুসন্ধানে জানা গেছে। তাদের বিরুদ্ধে থাইল্যান্ডে অবৈধ প্রবেশের অভিযোগ আনা হয়েছে।
 

বিভি/ এসআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2