• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

গুলশানে মরক্কোর রাষ্ট্রদূতের বাসায় ২১ দেশের কূটনীতিকের বৈঠক

প্রকাশিত: ২০:৫১, ২৭ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
গুলশানে মরক্কোর রাষ্ট্রদূতের বাসায় ২১ দেশের কূটনীতিকের বৈঠক

রাজধানীর গুলশানে মরক্কোর রাষ্ট্রদূতের বাসভবনে ২১ দেশের কূটনীতিক এক আলোচনা অনুষ্ঠানে উপস্থিত হন। বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে মরক্কোর রাষ্ট্রদূত ও কূটনৈতিক কোরের ডীন কর্তৃক আয়োজিত চা-চক্রের মধ্যে দিয়ে পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়।

ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, রাশিয়া ও পাকিস্তানের রাষ্ট্রদূতসহ ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২১ দেশের কূটনীতিক। মরক্কো দূতাবাস এই তথ্য নিশ্চিত করেছে।

সেখানে উপস্থিত ছিলেন, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চাল্স হুইটলি (Mr Charles Whiteley),  ফিলিপাইনের রাষ্ট্রদূত লিও টিটো এল আসান জুনিয়র (Mr. Leo Tito El Asan Jr), ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ রামাদান (Mr. Yousef S Y Ramadan),  নেপাল রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি (Mr. Ghanshyam Bhandari)।

এছাড়াও ছিলেন, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো সেইগফ্রাইড রেঙ্গলি (Mr. Reto Siegfried Renggli), থাইল্যান্ডের রাষ্ট্রদূত ম্যাখৌদি সুমিতমোর (Makhawdee Sumitmor), মালদ্বীপের রাষ্ট্রদূত শিরুজিমাথ সামের (Shiruzimath Sammer), ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুই (Ms. Marie Masdupuy), নেদারল্যান্ডের রাষ্ট্রদূত ইরমা ভ্যান ডুইরেন (Irma van Dueren), ইতালির রাষ্ট্রদূত আলেসান্দ্রো অ্যান্টোনিও (Alessandro Antonio)।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের চার্জ দ্য অ্যাফেয়ার্স আব্দুল্লাহ আলী আল হামৌদি (Abdullah Ali Al Hamoudi), রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ভি মন্টিটস্কি (Alexander Vikentyevich Mantytsky), মালয়েশিয়ান হাইকমিশনার হাজনা মোঃ হাশেম (Ms.Haznah Binti Md. Hashim) নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার-ভেন্ডসেন (Espen Rikter Svendsen), ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টিয়ান ব্রিক্স মুলার (Christian Brix Moller), সুইডেনের রাষ্ট্রদূত আলেক্সান্দ্রা বার্গ ভন লিন্ডে (Alexandra Berg Von Linde)।

আরও উপস্থিত ছিলেন লিবিয়ার রাষ্ট্রদূত আবদুল মোতালিব এস এম সুলিমান (Abdulmutaleb S M Suliman), ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হিরু হার্তান্তো সুবোলো (Heru Hartanto Subolo), পাকিস্তানের ভারপ্রাপ্ত হাই কমিশনার কামার আব্বাস খোকার (Mr. Qamar Abbas Khokhar), স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিকো ডি এসিস বেনিতেজ সালাস (Francisco De Asis Benitez Salas) ও  শ্রীলংকান ভারপ্রাপ্ত হাইকমিশনার রুয়ান্থি ডেলপিটিয়া (Ruwanthi Delpitiya)।

বিভি/এ.জেড

মন্তব্য করুন: