• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

মার্কিন রাষ্ট্রদূতকে দেশে ফিরে যেতে বলেছেন নাজমুল আলম

প্রকাশিত: ২১:৪৯, ২৭ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ২১:৫০, ২৭ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
মার্কিন রাষ্ট্রদূতকে দেশে ফিরে যেতে বলেছেন নাজমুল আলম

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে দেশে ফিরে যেতে বলেছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।

বুধবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।

স্ট্যাটাসে নাজমুল আলম বলেন, ‘আপনাদের কর্মকাণ্ডে আমরা গুরুতরভাবে চিন্তিত এবং আপনারা ইতোমধ্যে বাংলাদেশে আপনার সীমা অতিক্রম করেছেন। মনে রাখবেন যে, এই সময় ১৯৭৫ নয়, এটা ২০২৩।’

তিনি বলেন, ‘এখন আমাদের লোকজন খুব ঐক্যবদ্ধ এবং আপনাদের নোংরা এজেন্ডা সম্পর্কে খুবই সচেতন।’

মার্কিন রাষ্ট্রদূতকে ফিরে যেতে বললেন নাজমুল আলম
আরও ভিসা নিষেধাজ্ঞা আসতে পারে : ব্রায়ান শিলার
স্ট্যাটাসের শেষে তিনি যোগ করেন, ‘দয়া করে ইউএসএ (যুক্তরাষ্ট্র) ফিরে যান।’

প্রসঙ্গত, বাংলাদেশের নির্বাচন নিয়ে টালমাটাল পরিস্থিতির মধ্যে ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র।

গত ২৪ মে বাংলাদেশের জন্য নতুন ভিসানীতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র। এতে বলা হয়, বাংলাদেশে নির্বাচন জালিয়াতি ও নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার সঙ্গে যারা জড়িত থাকবেন তাদের ভিসা দেবে না দেশটি।

বিভি/এইচএস

মন্তব্য করুন: