• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

দক্ষিণ আফ্রিকাকে ৩০৯ রানের টার্গেট দিয়েছে পাকিস্তান

প্রকাশিত: ১৫:৩১, ২৩ জুন ২০১৯

আপডেট: ১৫:৩১, ২৩ জুন ২০১৯

ফন্ট সাইজ
দক্ষিণ আফ্রিকাকে ৩০৯ রানের টার্গেট দিয়েছে পাকিস্তান

লডর্সে বাঁচা মরার লড়ায়ে এখন দক্ষিণ আফ্রিকার মুখোমুখি পাকিস্তান। টস জিতে ব্যাট করে দক্ষিণ আফ্রিকাকে ৩০৯ রানের টার্গেট দিয়েছে পাকিস্তান। পাকিস্তানের জন্য এটি টুর্নামেন্টে টিকে থাকার লড়াই, মাস্ট উইন ম্যাচ। ৫ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দশ দেশের লড়াইয়ে এখন নয় নম্বরে তারা। এই ম্যাচে দলের শক্তি বাড়াতে আউট অব ফর্ম শোয়েব মালিক ও হাসান আলীকে বাদ দিয়ে; সেরা একাদশে খেলছেন হারিস সোহেল এবং শাহিন খান আফ্রিদী। হারিস সোহেলে ৫৯ বলে দলের পক্ষে সর্বোচ্চ ৮৯ রানের দারুন এক ইনিংস খেলে, সুযোগ পাওয়াকে ভালোভাবেই কাজে লাগিয়েছেন। যদিও পাকিস্তানের বড় ইনিংসের ভীত গড়ে দেন দুই ওপেনার ইমাম উল হক এবং ফখর জামান। উদ্বোধনী জুটিতে ৮১ রান যোগ করে দু'জনই ফিরেছেন ৪৪ করে। এরপর বাবর আযমের ব্যাট থেকে এসেছে ৬৯ রান। তবে হারিস সোহেলের ইনিংসই পাকিস্তানের স্কোর তিনশ পার করতে বড় ভুমিকা রেখেছে। সাথে ইমাদ ওয়াসিম ২৩ রান করে ভালো সাপোর্ট দিয়েছেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে এনজিডি ৩টি এবি ইমরান তাহির নিয়েছেন দুই উইকেট। দক্ষিণ আফ্রিকার জন্য এটি নিয়ম রক্ষার ম্যাচ। ৬ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে, তাদের বিশ্বকাপ কার্যত শেষ। তাই শেষ তিন ম্যাচ জিতে কিছুটা মুখ রক্ষা করে দেশে ফেরাই এখন তাদের লক্ষ্য।

মন্তব্য করুন: