• NEWS PORTAL

  • বুধবার, ০৯ অক্টোবর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

শিল্প মালিকদের সতর্ক থাকার আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি

প্রকাশিত: ১৪:২২, ৩ অক্টোবর ২০২৩

আপডেট: ১৪:২২, ৩ অক্টোবর ২০২৩

ফন্ট সাইজ
শিল্প মালিকদের সতর্ক থাকার আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি

শিল্প খাতের শ্রমিকদের নিয়ে আন্তর্জাতিকসহ নানামুখী চক্রান্ত নিয়ে শিল্প মালিকদের সতর্ক থাকার আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এক শ্রেণির অতি মুনাফা লোভী ব্যবসায়ী রাতারাতি ধনী হওয়ার আশায় অতিরিক্ত মূল্য বৃদ্ধিসহ নানা অপকর্মে যুক্ত বলে মন্তব্য করেন রাষ্ট্রপতি। 

মঙ্গলবার (৩ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২য় বারের মত বঙ্গবন্ধু শিল্প পুরষ্কার ২০২২ প্রদান উপলক্ষে এ আয়োজন। অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হাত থেকে পুরষ্কার গ্রহণ করেন পদক বিজয়ী শিল্পোদ্যোক্তারা। হাইটেক শিল্পে ওয়ালটনসহ ছয়টি ক্যাটাগরিতে ১২ জন শিল্প উদ্যোক্তার হাতে পুরষ্কার তুলে দেয়া হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, টেকসই শিল্পায়ন হবে স্মার্ট বাংলাদেশের দর্শন। শিল্পায়নে বৈশ্বাক পরিস্থিতি ও প্রযুক্তির উন্নয়নের দিকে খেয়াল রাখতে শিল্প উদ্যোক্তাদের আহবান জানান তিনি। 

সতর্ক করেন দেশের অতি মুনাফা লোভী অসৎ ব্যবসায়ীদের ব্যাপারেও। দেশের শিল্পায়নের সকল সম্ভাবনাকে কাজে লাগানোর আহবানও জানান রাষ্ট্রপ্রধান।

বিভি/রিসি

মন্তব্য করুন: