• NEWS PORTAL

  • রবিবার, ০২ নভেম্বর ২০২৫

খিলক্ষেতে যাত্রীবাহী বাসে আগুন

প্রকাশিত: ২১:১৯, ৬ নভেম্বর ২০২৩

ফন্ট সাইজ
খিলক্ষেতে যাত্রীবাহী বাসে আগুন

সোমবার রাত সাড়ে আটটার দিকে খিলখেত ফ্লাইওভারের পাশে আকাশ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। আগুন নেভাতে কুর্মিটোলা ফায়ার স্টেশনের ০২টি ইউনিট পুলিশের সহযোগিতায় কাজ করছে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান এ তথ্য জানান।

তিনি বলেন, খিলক্ষেতে আকাশ পরিবহনের বাসে আগুন দেওয়ার খবর পেয়ে কুর্মিটোলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।

এর আগে ফায়ার সার্ভিস জানায়, বিএনপি-জামায়াতের দ্বিতীয় দফার ৪৮ ঘণ্টার অবরোধে দেশের ২১ স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর মধ্যে শুধু ঢাকায় ১২টি স্থানে আগুন দেওয়া হয়েছে। এসব অগ্নিসংযোগের ঘটনায় ফায়ার সার্ভিসের ৪১টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিভি/ এসআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2