সামরিক ড্রোন প্রযুক্তি যুক্ত হলো সেনাবাহিনীতে: সেনাবাহিনী প্রধান

এবার বিশ্বের সর্বাধুনিক সামরিক ড্রোন প্রযুক্তি যুক্ত করা হলো বাংলাদেশ সেনাবাহিনীতে। এই ড্রোনগুলো ৪টি লেজার গাইডেড মিজাইল বহন করে টানা তিনশো কিলোমিটার উড়তে সক্ষম বলে জানানো হয়।
দেশের সার্বভৌমত্ব রক্ষা, সামরিক সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে বিশ্বের সর্বাধুনিক সামরিক ড্রোন উৎপাদনকারী তুর্কি প্রতিষ্ঠানের সাথে গত বছর এম ও ইউ স্বাক্ষর করে বাংলাদেশ সেনাবাহিনী। এর অংশ হিসেবে ৩টি ইউ এ ভি মডেলের ড্রোন সরবরাহ করে তুর্কি প্রতিষ্ঠান।
সোমবার (৪ ডিসেম্বর) চট্টগ্রামের পতেঙ্গায় আর্মি এভিয়েশন ফরোয়ার্ড বেস-এ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এই সামরিক ড্রোনগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর মাধ্যমে সেনাবাহিনীর অপারেশন পরিধি বৃদ্ধির পাশাপাশি দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিশেষ অবদান রাখবে উল্লেখ করেন সেনাবাহিনী প্রধান।
আগামীতে এমন প্রযুক্তি তৈরীতে সেনাবাহিনীর প্রচেষ্টা এর সক্ষতা আরো বাড়ানোর কথাও জানান সেনাবাহিনী প্রধান। সেসময় সেনা বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিভি/রিসি
মন্তব্য করুন: