মার্কিন শ্রমনীতি ও নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন, যা জানালেন বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, শ্রম অধিকার সুরক্ষায় নতুন নীতি ঘোষণা করে মার্কিন যুক্তরাষ্ট বাণিজ্য মন্ত্রনালয়ে সম্প্রতি যে চিঠি দিয়েছে, তা নিয়ে দু’দেশের মধ্যে আলোচনা চলছে। নতুন কিছু বিষয় নিয়ে দাবি দাওয়া রয়েছে। শিঘ্রই একটা সিদ্ধান্তে পৌঁছানো যাবে।
বাংলাদেশ কোনো নিষেধাজ্ঞার মুখে পড়েছে কিনা, এমন প্রশ্নে মন্ত্রী বলেন, পণ্য না নেওয়া কিংবা অর্থ পরিশোধ না করার শর্ত যুক্ত করে তৈরি পোশাকের কোন মালিক বাঁধার মুখে পড়েনি এখনও। এ নিয়ে উদ্যোক্তাদের উদ্বিগ্ন না হওয়ার আহবান করেন তিনি।
বুধবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় রংপুর নগরীর সেন্ট্রাল রোডের নিজ বাসভবনে ণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মার্কিন শ্রমনীতির কারনে রাষ্ট্রপতি কি শ্রম আইনের সংশোধনী সই না করে ফেরত পাঠিয়েছেন, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সংসদ শেষ ও জাতীয় সংসদ নির্বাচন হওয়ায় বিষয়টি আপাতত স্থগিত করেছেন। নির্বাচনের পর নতুন সরকার এসে এর কার্যক্রম বাস্তবায়ন করবে।
একাদ্শ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ না নেয়ায় ভোটার উপস্থিতি নিয়ে মন্ত্রী কিছুটা সংশয় প্রকাশ করেন। বলেন, তাদের অনেক নেতাই নির্বাচনে অংশ নেয়ায় ভোট উৎসব হবে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের আশাও করেন তিনি।
বিভি/জেএ/এজেড
মন্তব্য করুন: