• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

রাষ্ট্রপতি কেন শ্রম সংশোধনী আইন ফেরত পাঠিয়েছেন জানালেন আইনমন্ত্রী

প্রকাশিত: ২৩:৫৪, ৬ ডিসেম্বর ২০২৩

ফন্ট সাইজ
রাষ্ট্রপতি কেন শ্রম সংশোধনী আইন ফেরত পাঠিয়েছেন জানালেন আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, শ্রম সংশোধনী আইনে টাইপিং ভুল থাকায় রাষ্ট্রপতি সংসদে ফেরত পাঠিয়েছেন। দ্বাদশ সংসদে আইনটি সংশোধনী আকারে আবার উঠবে। বুধবার (৬ ডিসেম্বর) সচিবালয়ে তিনি এ কথা বলেন। 

আইনমন্ত্রী বলেন, শ্রম আইন সংসদে পাস হওয়ার পর দেখা যায় টাইপিংয়ে ভুল রয়েছে। এছাড়া শ্রম আইনে সরকার শ্রমিকদের যে অধিকার দিতে চেয়েছে সেটিতেও অসতর্কতাবশত প্রিন্টিংয়ে ভুল হয়েছে।

তিনি বলেন, সে সময় সংসদে অনেক বিল ছিল, তাই তাড়াহুড়োয় ভুল হয়েছে। আইনমন্ত্রী বলেন, এটি সংশোধন করার জন্য আবার সংসদে যেতে হবে। তবে তফসিল হয়ে যাওয়ায় এখন আর সংসদ বসবে না, তাই আগামীতে এটি সংশোধন করা হবে। এছাড়া মালিক পক্ষ শ্রমিকদের ওপর বেআইনি আচরণের যে শাস্তি সেখানেও ত্রুটি হয়ে গেছে বলে জানান আইনমন্ত্রী।

মার্কিন শ্রমনীতি প্রসঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সতর্ক করার বিষয়টি তেমন কিছু নয়। এর সাথে বাংলাদেশের শ্রম আইনের কোনো সম্পর্ক নেই বলেও মন্তব্য করেন আইনমন্ত্রী। 

বিভি/এজেড

মন্তব্য করুন: