• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

৩৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

প্রকাশিত: ১৭:০০, ১১ জানুয়ারি ২০২৪

ফন্ট সাইজ
৩৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রীকে নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদেরকে নিয়োগ দিয়েছেন। 

৩৬ জনের তালিকা সম্বলিত প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশের সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী রাষ্ট্রপতি আজ বৃহস্পতিবার তাদের বাংলাদেশ সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদে নিয়োগদান করেছেন। এদিকে, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ ৩৭ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী আজ বৃহস্পতিবার শপথ নেবেন।

এর মধ্যে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন শেখ হাসিনা। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধানমন্ত্রীসহ মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ পড়াবেন। মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন গতকাল রাতে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম প্রকাশ করেন। নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন, তা আজকের শপথ অনুষ্ঠানের পর জানা যাবে।

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2