• NEWS PORTAL

  • শুক্রবার, ১০ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সিন্ডিকেট করলেই ব্যবস্থা

প্রতিমন্ত্রীসহ আইসিটি বিভাগের সকলের বিদেশ সফর বাতিল

প্রকাশিত: ১৮:১০, ১৪ জানুয়ারি ২০২৪

আপডেট: ১৯:০২, ১৪ জানুয়ারি ২০২৪

ফন্ট সাইজ

আগামী ৩০ জুন পর্যন্ত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রীসহ সকল কর্মচারী কর্মকর্তার বিদেশ সফর বাতিল ঘোষণা করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। নতুন মন্ত্রীসভার দায়িত্ব গ্রহণের পর প্রথমদিনই এই ঘোষণা এসেছে।

রবিবার (১৪ জানুয়ারি) বিকালে আইসিটি বিভাগের সম্মেলন কক্ষে ওই বিভাগে কর্মরত সকল কর্মচারী কর্মকর্তার সাথে আলাপকালে তিনি এই ঘোষণা দেন। তিনি বলেন, মিতব্যয়িতার লক্ষ্যে নানান পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তিনি হুশিয়ার করে বলেন, সরকারি ক্রয় প্রক্রিয়ায় কোন সিন্ডিকেট সহ্য করা হবে না। কেই করলে তাকে কঠোর শাস্তির আওতায় আনা হবে। 

পলক বলেন, দেশের ই-কমার্স শিল্পের বিকাশেও নানান পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি বলেন, আমার মা যদি সকালে নাটোরে কৈ মাছের ঝোল রান্না করেন তাহলে ঢাকায় বসে সেই ভাত, ঝোল গরম খাওয়ার ব্যবস্থা থাকতে হবে।  এই ব্যবস্থা নিতে ডাকের ডিজিকে সাত দিনের সময় দেওয়া হয়েছে বলে জানান তিনি। 

পরে আইসিটি ডিভিশনে উপস্থিত অনেক স্টেকহোল্ডারদের প্রতিনিধিরা বিভিন্ন বিষয়ে মতামত দেন। 

বিভি/এসআই/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2