• NEWS PORTAL

  • রবিবার, ১২ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

মাঠ পর্যায়ের কর্মকর্তাদের ইসির নতুন নির্দেশনা

প্রকাশিত: ২২:১৭, ২৫ জানুয়ারি ২০২৪

ফন্ট সাইজ
মাঠ পর্যায়ের কর্মকর্তাদের ইসির নতুন নির্দেশনা

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের মধ্যেও বিদেশগামী ও জরুরি প্রয়োজনে যাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রয়োজন এমন ব্যক্তিদের নিবন্ধন কার্যক্রম অব্যাহত রাখতে হবে। 

নির্দেশনায় বলা হয়েছে, ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২২ এ সংগৃহীত তথ্যের ভিত্তিতে যেসব ভোটার ২০২৪ সালের ১ জানুয়ারি ভোটার হিসেবে যোগ্য হয়েছেন এবং পরে অফিসে এসে যারা নিবন্ধিত হয়েছেন তাদের খসড়া ভোটার তালিকা ২১ জানুয়ারি প্রকাশিত হয়েছে।

প্রকাশিত খসড়া ভোটার তালিকার ওপর দাবি, আপত্তি ও সংশোধনী বিষয়ে ভোটার তালিকা বিধিমালা, ২০১২ অনুযায়ী সংশোধনকারী কর্তৃপক্ষের (রিভাইজিং অথরিটি) কার্যক্রম নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলমান রয়েছে।

ওই কার্যক্রমের পাশাপাশি বিদেশগামী ও অতি জরুরি কাজে জাতীয় পরিচয়পত্র প্রয়োজন এমন ব্যক্তিদের চলমান প্রক্রিয়ায় নতুন ভোটার হিসেবে নিবন্ধন ও আপলোড কার্যক্রম অব্যাহত রাখার জন্য ভোটার তালিকা আইন, ২০০৯ এর ১৫ ধারা মোতাবেক নির্দেশনা দিয়েছে ইসি।

এদিকে প্রকাশিত খসড়া ভোটার তালিকা অনুযায়ী, দেশে ভোটার সংখ্যা বেড়ে ১২ কোটি ১৭ লাখ ৭৫ হাজার ৪৫০ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে পুরুষ ৬ কোটি ২০ লাখ ৯০ হাজার ১৩৭ জন, নারী ৫ কোটি ৯৬ লাখ ৮৪ হাজার ৩৮৯ জন এবং হিজড়া ৯২৪ জন।

ওইদিন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, এটা খসড়া ভোটার তালিকা। আগামী ২ মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2