শেখ হাসিনার সাথে কাতারের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে অংশ নিতে জার্মানিতে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দিনের শুরুতে হোটেল বায়েরিশার হফে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী খালিদ বিন খলিফা বিন আব্দুল আজিজ আল থানি।
এ সময় দুদেশের স্বার্থ-সংশ্লিষ্ট নানা ইস্যুতে আলোচনা করেন তারা। এর আগে, প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন উইমেন পলিটিক্যাল লিডারস এর সভাপতি সিলভানা কোচ-মেহরিন। স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতের আলোচনা হয় তাঁদের। নারীর ক্ষমতায়নে বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন সিলভানা। আজই মিউনিখ নিরাপত্তা কনফারেন্সে যোগ দেবেন প্রধানমন্ত্রী।
এর আগে, তিনদিনের সফরে বৃহস্পতিবার মিউনিখে পৌঁছান সরকার প্রধান শেখ হাসিনা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জিতে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর এটাই প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর। এই সফরে ইউক্রেনের প্রেসিডেন্টসহ বেশ কয়েকজন রাষ্ট্র ও সরকার প্রধানের সাথে বৈঠক করবেন শেখ হাসিনা।
জলবায়ুতে অর্থায়ন সংক্রান্ত একটি উচ্চ পর্যায়ের প্যানেল আলোচনায় অংশ নেয়ার কথা রয়েছে তাঁর। এ সম্মেলনে যোগ দেবেন বিশ্বের ৬০টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান ছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং সরকারি-বেসরকারি খাতের শীর্ষস্থানীয় প্রায় পাঁচশ প্রতিনিধি।
।
বিভি/এজেড
মন্তব্য করুন: