• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

রাজধানীর বস্তিতে থাকা ১৩ শতাংশ মানুষ বরিশালের

প্রকাশিত: ১৬:২৩, ২৪ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
রাজধানীর বস্তিতে থাকা ১৩ শতাংশ মানুষ বরিশালের

ফাইল ছবি

জনবহুল ঢাকা শহরের রয়েছে বিশাল বিশাল সব বস্তি। নিম্ন আয়ের মানুষগুলো এসব বস্তিতে বাস করে। এবার বস্তিতে থাকা মানুষের পরিসংখ্যান জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো'র (বিবিএস)। সর্বশেষ প্রতিবেদনে উঠে এসেছে ঢাকা শহরের বস্তিতে বসবাসকারী প্রায় সাড়ে ১৩ শতাংশ মানুষই বরিশালের।

রোববার (২৪ মার্চ) বিবিএস সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে ‘বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিক্স ২০২৩’ এর চূড়ান্ত প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়।

প্রতিবেদনে আরও জানানো হয়েছে, গত বছরের তুলনায় জনসংখ্যা বৃদ্ধির হার শতকরা ১.৪০ থেকে কমে ১.৩৩ এ নেমে গেছে। বর্তমানে দেশে প্রতি বর্গকিলোমিটারে এক হাজার ১৭১ জন জনসংখ্যা বসবাস করে। প্রতি হাজার জনসংখ্যায় স্থূল জন্মহার ১৯.৪ শতাংশ, যা ২০২২ সালে ছিল ১৯.৮ শতাংশ। প্রতি হাজার জনসংখ্যায় স্থূল মৃত্যুহার ৬.১ শতাংশ, যা ২০২২ সালে ছিল ৫.৮ শতাংশ।

আরও বলা হয়েছে, স্বাভাবিক পদ্ধতিতে সন্তান প্রসবের হার ২০২২ সালে ৫৮.৬ শতাংশ থেকে কমে ২০২৩ সালে হয়েছে ৪৯.৩ শতাংশ এবং অস্ত্রোপচার পদ্ধতিতে প্রসবের হার ২০২২ সালে ৪১.৪ শতাংশ থেকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়ে ২০২৩ সালে হয়েছে ৫০.৭ শতাংশ।

এছাড়াও জরিপ প্রতিবেদনে উল্লেখ করা হয়, মৃত্যুর শীর্ষ দশ কারণের প্রথম কারণ, হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুর হার ১.০২ শতাংশ এবং দ্বিতীয় কারণ মস্তিষ্কে রক্তক্ষরণে মৃত্যুর হার ০.৬৪ শতাংশ।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2