• NEWS PORTAL

  • রবিবার, ২৩ মার্চ ২০২৫

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া

প্রকাশিত: ২০:২৫, ২ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া

রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার (২ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবনে যান তিনি।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করে বলেন, মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে শারীরিক কিছু পরীক্ষা-নিরীক্ষা শেষে মঙ্গলবার সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশ্যে রওয়ানা হন খালেদা জিয়া।

এর আগে গত ৩০ মার্চ রাতে খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়লে তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। পরে তাঁকে সিসিইউতে নেওয়া হয়। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া আর্থরাইটিস, হৃদ রোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।

দুর্নীতির দুই মামলায় দণ্ডিত সাবেক এই প্রধানমন্ত্রীকে নিজ বাসায় থেকে চিকিৎসা নেওয়া ও দেশের বাইরে না যাওয়ার শর্তে ২০২০ সালের মার্চে সরকারের নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেওয়া হয়। তাঁর সাময়িক মুক্তির মেয়াদ ছয় মাস পরপর কয়েক দফায় বাড়ানো হলেও চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার অনুমতি দেয়নি সরকার। 

বিভি/রিসি

মন্তব্য করুন: