• NEWS PORTAL

  • শনিবার, ০৪ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বিশ্বনেতাদের প্রতি বিশ্বব্যাপী যুদ্ধ বন্ধের আহবান প্রধানমন্ত্রীর

প্রকাশিত: ১০:১৮, ২৫ এপ্রিল ২০২৪

আপডেট: ১০:২৯, ২৫ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
বিশ্বনেতাদের প্রতি বিশ্বব্যাপী যুদ্ধ বন্ধের আহবান প্রধানমন্ত্রীর

বিশ্বব্যাপী চলমান যুদ্ধ বন্ধ করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, আলোচনার মাধ্যমে আঞ্চলিক বিরোধ ও উত্তেজনা মিটিয়ে ফেলতে হবে।

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে জাতিসংঘের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিকের ৮০তম সম্মেলনে যোগ দিয়ে তিনি বলেন, যে কোনো যুদ্ধের বিপক্ষে বাংলাদেশ।

প্রধানমন্ত্রী বলেন, মানবিক কারণে মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বাংলাদেশ আশ্রয় দিলেও বর্তমানে তা এ অঞ্চলের নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে।

রোহিঙ্গা সংকট মোকাবিলায় আসিয়ানভূক্ত দেশগুলোর জোরালো সহযোগিতা চান প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, নানা প্রতিকূলতার মধ্যও জনগণের সমর্থন নিয়ে রাজনীতি করছেন। বাংলাদেশে গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করেছে আওয়ামী লীগ বলেও জানান তিনি।  

বিভি/রিসি

মন্তব্য করুন: