• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২১ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সেনাবাহিনী মোতায়েনের প্রসঙ্গে যা বললেন ইসি আলমগীর

প্রকাশিত: ১৮:৪৪, ৩০ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
সেনাবাহিনী মোতায়েনের প্রসঙ্গে যা বললেন ইসি আলমগীর

ছবি: বক্তব্য রাখছেন ইসি আলমগীর

নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, প্রার্থীরা চাইলেও উপজেলা পরিষদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সুযোগ নেই, নির্বাচনের আগে ও পরে সহিংসতা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাদারীপুর উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষে জেলার নির্বাচনি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

নির্বাচন কমিশনার আরও বলেন, নির্বাচন সুষ্ঠু সুন্দর করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি যাতে না হয় সবাই তৎপর রয়েছেন। নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত না থাকলেও নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবেন আইন শৃঙ্খলা বাহিনী। 

জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খানের সভাপতিত্বে মাদারীপুর পুলিশ সুপার মো. মাসুদ আলমসহ উপজেলা পরিষদের নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাসহ জেলার বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2