• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২১ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

প্রয়োজনে শুক্রবার স্কুল-কলেজ চালু হতে পারে: শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ১৯:৪৫, ৩০ এপ্রিল ২০২৪

আপডেট: ২০:৩৬, ৩০ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী জানিয়েছেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ব্যাপারে আদালতের অন্তবর্তীকালীন আদেশের ওপর তিনি শ্রদ্ধাশীল। তবে, সেই সিদ্ধান্ত মেনে বৃহস্পতিবার স্কুল বন্ধ নাকি খোলা থাকবে, সে বিষয়টি খোলাসা করেননি। কিন্তু বিভিন্ন কারণে লার্নিং গ্যাপ তৈরি হচ্ছে তা কমাতে শুক্রবারেও ক্লাস নেয়ার সিদ্ধান্ত আসতে পারে।

এদিকে আগামীকাল বুধবার ও পরশু বৃহস্পতিবার আদালত বন্ধ থাকায় রায়ের বিরুদ্ধে আপিলেরও সুযোগ নেই বলে জানান তিনি। 

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে নির্দিষ্ট জেলা বাদে বাকিগুলোর শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা রাখার ব্যাপারে অনড় অবস্থান তুলে ধরেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, তাপপ্রবাহের কারণে জেলাভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। প্রয়োজনে শুক্রবার স্কুল-কলেজ খোলা থাকবে।

আরও পড়ুন: দাবদাহে ১৮ জনের মৃত্যু: স্কুল-মাদরাসা ৩ দিন বন্ধের নির্দেশ হাইকোর্টের

তবে গ্রীষ্মকালীন ছুটি বাতিল হবে কিনা, সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি। বলেন, গণমাধ্যমের খবর ছাড়া অন্য কোনোভাবে আদালতের নির্দেশনা হাতে পাননি। সেই কারণে নির্দেশনা কার্যকর করা যাচ্ছে না। 

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, বাংলাদেশের একেক অঞ্চলের তাপমাত্রা একেক রকম। এখন উত্তরপূর্বাঞ্চল ও হাওর এলাকার তাপমাত্রা কম। তবে, কিছুদিন পর অতি বৃষ্টিতে সেখানে বন্যা হলে পাঠদান বন্ধ রাখতে হবে। এজন্য প্রয়োজনে প্রাকৃতিক বিপর্যয়সহ বিভিন্ন ছুটির কারণে সৃষ্ট ‘লার্নিং গ্যাপ‘ কমাতে সাপ্তাহিক বন্ধের দিন শুক্রবারেও ক্লাস-পরীক্ষা চালুর সিদ্ধান্ত আসতে পারে।

এক প্রশ্নের জবাবে বলেন, তার মন্ত্রণালয় আদালতের রায়ের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু আদালত স্বতঃপ্রণোদিত আদেশ দিলে নির্বাহী বিভাগের কাজে ব্যাঘাত ঘটে, এমন মন্তব্য তার। 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2