• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২১ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

শ্রমিকদের বঞ্চিত করলে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হলেও ছাড় নেই: প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১৩:৪১, ১ মে ২০২৪

আপডেট: ১৪:৪২, ১ মে ২০২৪

ফন্ট সাইজ
শ্রমিকদের বঞ্চিত করলে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হলেও ছাড় নেই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন খেটে খাওয়া মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছে সরকার। তিনি বলেন, শ্রমিকদের বঞ্চিত করলে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হলেও ছাড় দেয় না সরকার। শেখ হাসিনা বলেন, আন্দোলনের নামে শ্রমিকদের পুড়িয়ে মেরেছে বিএনপি-জামায়াত। মে দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

বুধবার (১ মে) রাজধানীর আগারগাঁও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মে দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ। সভায় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে পোষাক শ্রমিকসহ আরো ৪৪টি বেসরকারি খাতের শ্রমিকদের মজুরি বাড়ানোর উদ্যোগ নিয়েছে। শ্রমিকদের কল্যাণ ও অধিকার সুরক্ষায় সরকারের দৃঢ় অঙ্গীকারের কথাও তুলে ধরেন আওয়ামী লীগ সভাপতি।

বিএনপির আন্দোলনের শ্রমিক হত্যার বিপরীতে শ্রমিক কল্যাণে সরকারের উদ্যোগও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

কারো প্ররোচনায় শ্রমিকদের ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে বিরত থাকার পাশাপাশি মালিকদের আরো শ্রমিক বান্ধব হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক্ষেত্রে যে কোনো সমস্যা সমাধানে সরকারই যথেষ্ট বলেও জানান প্রধানমন্ত্রী। 

বিভি/রিসি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2