• NEWS PORTAL

  • সোমবার, ২০ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

৩ লাখ টাকা জরিমানার বিধান রেখে গ্রাম আদালত বিল পাস

প্রকাশিত: ০৮:৩০, ৮ মে ২০২৪

ফন্ট সাইজ
৩ লাখ টাকা জরিমানার বিধান রেখে গ্রাম আদালত বিল পাস

গ্রাম আদালতের জরিমানার সীমা ৭৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩ লাখ টাকা পর্যন্ত করার বিধান রেখে গ্রাম আদালত (সংশোধন) বিল-২০২৪ জাতীয় সংসদে পাস হয়েছে। 

মঙ্গলবার (৭ মে) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।    

এর আগে বিলের ওপর আনা জনমত যাচাই-বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি করা হয়। 

পাস হওয়া বিলে গ্রাম আদালতে সর্বোচ্চ জরিমানার ক্ষমতা ৭৫ হাজার থেকে বাড়িয়ে ৩ লাখ টাকা করা হয়েছে। বিলের তপশিলে সাত ধরনের দেওয়ানি মামলার কথা উল্লেখ করা হয়েছে। এসব বিষয় গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পত্তিযোগ্য হবে। সেগুলো হলো- কোনো চুক্তি রসিদ বা অন্য কোনো দলিলমূলে প্রাপ্য অর্থ আদায়; কোনো অস্থাবর সম্পত্তি পুনরুদ্ধার বা তার মূল্য আদায় মামলা; স্থাবর সম্পত্তি বেদখল হওয়ার এক বছরের মধ্যে তার দখল পুনরুদ্ধার মামলা; কোনো অস্থাবর সম্পত্তির জবরদখল বা ক্ষতির জন্য ক্ষতিপূরণ আদায় মামলা; গবাদিপশু অনধিকার প্রবেশের কারণে ক্ষতিপূরণ মামলা; কৃষি শ্রমিকদের পরিশোধ্য মজুরি ও ক্ষতিপূরণ আদায় মামলা এবং কোনো স্ত্রীর তাঁর বকেয়া ভরণপোষণ আদায়ের মামলা।

বিলে বলা হয়েছে, একজন চেয়ারম্যান এবং উভয় পক্ষ মনোনীত দু’জন করে মোট পাঁচজন সদস্য নিয়ে গ্রাম আদালত গঠন করা হবে। প্রতিটি পক্ষ মনোনীত দু’জন সদস্যের মধ্যে একজনকে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সদস্য হতে হবে। 

বিভি/এমএফআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2