• NEWS PORTAL

  • সোমবার, ২০ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

চট্টগ্রামে প্রশিক্ষণ চলাকালে যুদ্ধবিমান বিধ্বস্ত

প্রকাশিত: ১৩:২৪, ৯ মে ২০২৪

ফন্ট সাইজ
চট্টগ্রামে প্রশিক্ষণ চলাকালে যুদ্ধবিমান বিধ্বস্ত

ছবি: সংগৃহিত

প্রশিক্ষণ চলাকালে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে YAK 130 মডেলের বিমানটি চট্টগ্রামের পতেঙ্গায় দুর্ঘটনায় পতিত হয়। পরে বিমানে থাকা দুইজন পাইলটকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার (৯ মে) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আইএসপিআর থেকে এই তথ্য জানানো হয়েছে। বিমানবাহিনীর YAK130 ট্রেনিং ফাইটার বিমানটি খুঁজতে ডুবুরি, ফায়ার ফাইটার, বন্দরে অবস্থানরত জাহাজের নাবিকরা কাজ করছেন।

জানা গেছে, প্রশিক্ষণ বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরেই এটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। একপর্যায়ে বিমানটিতে আগুন ধরে যায়। এ সময় বিমানে থাকা দুজন পাইলট প্যারাশুট দিয়ে নেমে যান। একপর্যায়ে বিমানটি কর্ণফুলী নদীতে বিধ্বস্ত হয়। তাৎক্ষণিকভাবে আহত পাইলটদের নাম ঠিকানা জানাতে পারে শাহ আমানত বিমানবন্দর কৃর্তপক্ষ।

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলীম আহমেদ গণমাধ্যমকে জানান, অবতরণের সময় বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান YAK 130 এয়ারফোর্স ট্রেনিং ফাইটার বিধ্বস্ত হয়েছে। জহুরুল হক ঘাঁটিতে প্রশিক্ষণ শেষে নামার সময় যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সকাল ১০টা ৩০ মিনিটে বিমানের চাকার নিচের অংশে আগুন ধরে যায়। ওই যুদ্ধ বিমানে দুইজন পাইলট ছিলেন। দূর্ঘটনার সময় তারা প্যারাশুট দিয়ে নিচে নেমে আসেন। পাইলটরাও আহত হয়েছেন। তবে ক্ষয়ক্ষতির তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2