• NEWS PORTAL

  • সোমবার, ১৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বাংলাদেশকে নিজেদের সক্ষমতা জোরালোভাবে তুলে ধরার আহ্বান সিপিডির

প্রকাশিত: ১৪:৩০, ২৬ জুন ২০২৪

ফন্ট সাইজ
বাংলাদেশকে নিজেদের সক্ষমতা জোরালোভাবে তুলে ধরার আহ্বান সিপিডির

কোনো দেশের সঙ্গে দ্বি-পাক্ষিক চুক্তির সময় বাংলাদেশকে স্বাধীন-সার্বভৌম দেশ হিসেবে নিজের সক্ষমতা জোরালোভাবে তুলে ধরার আহ্বান জানিয়েছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান-সিপিডির ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি দেশ যতোটা সক্ষম হবে, চুক্তিও সেরকমই হবে এমন মন্তব্য তার। 

বুধবার (২৬ জুন) সকালে রাজধানীর ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে 'সুন্দরবনের মধু এখন ভারতের ভৌগোলিক নির্দেশক পণ্য' বিষয়ে মিডিয়া ব্রিফিংয়ে একথা বলেন তিনি।

এ সময় অন্য আলোচকরা বলেন, সুন্দরবনের মধুকে জিআই পণ্যের স্বীকৃতির জন্য ৭ বছর আগে আবেদন করেও প্রশাসনিক ও আমলাতান্ত্রিক দুর্বলতায় সেই স্বীকৃতি পায়নি বাংলাদেশ। সিপিডি'র আরেক ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমানসহ অন্য গবেষকরা জানিয়েছেন, সুন্দরবনের মধুসহ অন্যান্য পণ্যের জিআই স্বীকৃতির জন্য প্রয়োজনে যৌথ রেজিস্ট্রেশন করতে হবে। 

দু'দেশের অভ্যন্তরেই সুন্দরবন থাকায় এসব ক্ষেত্রে দ্বিপাক্ষিক চুক্তির প্রয়োজন রয়েছে বলে উল্লেখ করেন তারা। তিস্তা চুক্তিকে ইঙ্গিত করে তারা বলেন, দ্বিপাক্ষিক চুক্তির সময় দরকষাকষির যৌক্তিকতা ও দক্ষতাই সবচেয়ে বড় বিষয়। 

বিভি/রিসি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2