• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

শাহবাগের অবরোধ তুলে নিলেন কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা

প্রকাশিত: ১৯:০০, ১২ জুলাই ২০২৪

ফন্ট সাইজ
শাহবাগের অবরোধ তুলে নিলেন কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা

শাহবাগ মোড় থেকে অবরোধ তুলে নিয়েছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। দীর্ঘ এক ঘণ্টা অবস্থানের পর শাহবাগ মোড় ছেড়ে দেন আন্দোলনকারীরা। এতে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়। শুক্রবার (১২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। অবরোধ তুলে নেওয়ার আগে সংক্ষিপ্ত সমাবেশে আগামীকাল নতুন কর্মসূচি ঘোষণা করবেন বলে জানান সমন্বয়করা।

ঘোষণা অনুযায়ী, শিক্ষার্থীরা আগামীকাল (১৩ জুলাই) সারাদেশের সমন্বয়কদের সঙ্গে অনলাইন বৈঠক করবেন এবং সন্ধ্যা ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে প্রেস ব্রিফিং করবেন।

সংক্ষিপ্ত সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার বলেন, সারাদেশে আমাদের শিক্ষার্থীদের ওপর যে হামলা হয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাই। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলা হয়েছে। পুলিশ এক সাংবাদিককে লাঠি দিয়ে আঘাত করে মাথা ফাটিয়ে দিয়েছে। আমরা এ হামলাকারীদের বিচারের আওতায় আনার দাবি জানাই। আমরা আগামীকাল সারাদেশের সমন্বয়কদের সঙ্গে অনলাইন, অফলাইনে বৈঠক করবো। এরপর সন্ধ্যা ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সার্বিক বিষয়ে প্রেস ব্রিফিং করবো।

এর আগে বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। সেখান থেকে সাড়ে ৪টার দিকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহবাগে অবস্থান নেন তারা। রাজু ভাস্কর্যে সমাবেশ করার কথা থাকলেও সেখানে জুম্ম শিক্ষার্থীদের কর্মসূচি চলমান থাকায় শাহবাগে অবস্থান নেন তারা। এর এক ঘণ্টা অবরোধ তুলে নেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2