সন্ধ্যা থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ
ছবি: ফাইল ফটো
দেশে সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য ফের কারফিউ জারি করেছে সরকার। রবিবার (৪ আগস্ট) এ ঘোষণা দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রণালয়। সকাল থেকেই শুরু হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি। আন্দোলনে এ পর্যন্ত সারা দেশে অন্তত ২৫ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।
এদিকে নতুন করে লংমার্চের ডাক দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। পাশাপাশি আগামীকাল (সোমবার) সারা দেশে বিক্ষোভ ও গণঅবস্থান কর্মসূচি পালন করা হবে বলেও জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা-সংঘাত ছড়িয়ে পড়লে গত ১৯ জুলাই রাতে সারাদেশে কারফিউ জারি করে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয় সরকার।
বিভি/এমআর
মন্তব্য করুন: