সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার আহ্বান শায়খ আহমাদুল্লাহর
ছবি: শায়খ আহমাদুল্লাহ
জনপ্রিয় ইসলামী আলোচক শায়খ আহমাদুল্লাহ তার এক ভিডিও বার্তায় সবার প্রতি সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার আহবান জানিয়েছেন। আহমাদুল্লাহ তার ভেরিফাইড পেজে এক ভিডিও বার্তায় বলেছেন, চলমান অস্থিরতার সুযোগে অনেকে লুটতরাজ চালাচ্ছে। অনেকে রাস্তার লাইটও খুলে নিয়ে যাচ্ছে। এরা সুযোগ সন্ধানী। এদেরকে সবাই থামিয়ে দিন।
শায়খ আহমাদুল্লাহ বলেন, সংখ্যালঘুদের নিরাপত্তা মুসলমানদের কাছে গুরুত্বপূর্ণ। সকল মসজিদের কমিটি এবং ইমাম খতীবদের প্রতি তিনি অনুরোধ করেন, তারা যে মসজিদের মাইকে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার আহবান জানান।
তিনি আরো বলেন, আমাদের সবাইকে সজাগ থাকতে হবে যেন হিন্দু, খৃস্টান কিংবা বৌদ্ধ- কোন সংখ্যালঘুর জান মালের ক্ষয় ক্ষতি কেউ করতে না পারে। তাদের বাসা বাড়ি, স্থাপনা ও উপাসনালয়গুলো সবাইকে পাহারা দেওয়ার অনুরোধ জানিয়ে আহমাদুল্লাহ বলেন, কেউ যেন তাদের প্রতি হামলা করে পরিবেশটাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে না পারে।
বিভি/এমআর
মন্তব্য করুন: