• NEWS PORTAL

  • সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

পালাতে গিয়ে বিমান বন্দরে আটক পলক

প্রকাশিত: ১৬:০৪, ৬ আগস্ট ২০২৪

আপডেট: ১৬:০৬, ৬ আগস্ট ২০২৪

ফন্ট সাইজ
পালাতে গিয়ে বিমান বন্দরে আটক পলক

দিল্লি যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে জুনায়েদ আহমেদ পলককে আটক করা হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ থেকে তাকে আটক করা হয়। বেবিচকের একটি সুত্র বিষয়টি নিশ্চিত করেছে। 

জানা গেছে, দিল্লি যাওয়ার জন্য বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অপেক্ষারত অবস্থায় বেবিচকের কর্মচারীরা তাকে আটক করেন। পরে বিমানবাহিনীর কর্মকর্তারা এসে তাকে নিয়ে যান। 

জুনায়েদ আহমেদ পলক আওয়ামী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। সব শেষ কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ইন্টারনেট বিষয় ইস্যুতে সমালোচিত হন পলক। পরে নিজের ব্যর্থতা শিকার করে ক্ষমাও চান তিনি।

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2