অর্ন্তবর্তীকালীন সরকারের যে যেখানে থাকবেন!

সন্ধ্যায় শপথ নিবেন অর্ন্তবর্তীকালীন সরকার, যার প্রধান হিসাবে থাকছেন ড. মুহাম্মদ ইউনুস। শপথের পরই জানা যাবে কে কে থাকছেন এই সরকারে। শপথের পর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস থাকবেন রাষ্ট্রীয় ভবন যমুনায়। বঙ্গভবন ও মন্ত্রিপরিষদের একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে আবাসনের পরিচালক মো. শহিদুল ইসলাম ভূঞা জানান, আমরা জেনেছি শপথ নেওয়ার পর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে রাষ্ট্রীয় ভবন যমুনায় রাখার সিদ্ধান্ত হয়েছে। এটি পররাষ্ট্র মন্ত্রণালয় দেখছে বিষয়টি। আর শপথের পর অফিস কোথায় করবেন সেটাও পরবর্তীতে কথা বলে করা হবে।
অন্যান্য উপদেষ্টাদের বিষয়ে জানতে চাইলে বলেন, আমাদের মন্ত্রিপাড়ায় ভবন আছে। তাদের পছন্দমতো সেগুলো আমরা তৈরি করে দেবো।এদিকে মন্ত্রিপরিষদ থেকে জানা গেছে, অন্তর্বতীকালীন সরকারের জন্য ২৫টি গাড়ি প্রস্তুত রেখেছে সরকারি পরিবহন পুল। যে কয়টা গাড়ি পাঠানো প্রয়োজন হয় এখান থেকেই পাঠানো হবে।
বিভি/ এসআই
মন্তব্য করুন: