• NEWS PORTAL

  • সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

নুরুল আজিম রনি বিমান বন্দরে আটক

প্রকাশিত: ১৬:০০, ৯ আগস্ট ২০২৪

ফন্ট সাইজ
নুরুল আজিম রনি বিমান বন্দরে আটক

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিকে আটক করা হয়েছে। জানা গেছে, বৃহস্পতিবার (৮ আগস্ট) দিবাগত রাত পৌনে একটার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।

বৈষম্যবিরোধী আন্দোলনে চট্টগ্রামে সংঘর্ষে জড়ানোর পর নুরুল আজিম রনি আলোচিত হন। তিনি ঢাকায় হাসপাতালে আহত ছাত্রলীগের কর্মীদের সঙ্গে ছিলেন। রাজনৈতিক পট পরিবর্তনে বিদেশে যাওয়ার চেষ্টায় ছিলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সহ-সমন্বয়ক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে নিজের ফেসবুক পোস্টে লিখেন, নুরুল আজিম রনি বিমানবন্দর দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে।

বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে।

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2