• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

কবে চলবে মেট্রোরেল, যা জানা গেলো

প্রকাশিত: ১২:৩৩, ১১ আগস্ট ২০২৪

আপডেট: ১২:৩৫, ১১ আগস্ট ২০২৪

ফন্ট সাইজ
কবে চলবে মেট্রোরেল, যা জানা গেলো

ক্ষতিগ্রস্ত মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশন ছাড়া বাকি ১৪টি স্টেশন প্রস্তুত। এখন অপেক্ষা অর্ন্তবতীকালিন সরকারের সিদ্ধান্ত। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কারিগরি কমিটি ইতিমধ্যে সেবা চালুর বিষয়ে সবুজ সংকেত দিয়েছে। 

কোটা সংস্কারকে ঘিরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘাতে গত ১৮ জুলাই মিরপুর-১০ গোলচত্বরে থাকা পুলিশ বক্স ও ফুটওভার ব্রিজে অগ্নিসংযোগ করা হয়। পরদিন ১৯ জুলাই মিরপুর ১০ ও কাজীপাড়া স্টেশনে ব্যাপক ভাংচুর চালানো হয়। মেট্রোরেলের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং কবে নাগাদ এটি আবার চালু করা যায় তা নির্ধারণে ২২ জুলাই মেট্রোরেল লাইন-৬-এর অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. জাকারিয়াকে প্রধান করে একটি কমিটি গঠন করে দেয় ডিএমটিসিএল। কমিটিকে পরবর্তী ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশনা দেয়া হয়।

ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, মিরপুর ১০ নম্বর স্টেশনে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ, ছয়টি টিকিট কাটার মেশিন (ভেন্ডিং মেশিন), আটটি কাউন্টার ও ১৬টি স্বয়ংক্রিয় গেট ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে কাজীপাড়া স্টেশনে ক্ষতিগ্রস্ত হয়েছে চারটি ভেন্ডিং মেশিন, ছয়টি টিকিট কাটার কাউন্টার ও ছয়টি স্বয়ংক্রিয় গেট। দুই স্টেশনেই বেশকিছু সিসি ক্যামেরা ও জানালার কাচ ভেঙে ফেলা হয়েছে।

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, যাত্রীদের প্রবেশ ও বের হওয়ার পথ, টিকিট ব্যবস্থাসহ বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় মিরপুর ১০ ও কাজীপাড়া স্টেশনে আপাতত যাত্রী পরিষেবা দেয়া সম্ভব নয়। তবে এ দুটি স্টেশন বন্ধ রেখেই ট্রেন পরিচালনা করা সম্ভব। এ লক্ষ্যে প্রস্তুতি চলছে।

কবে থেকে ট্রেন চলবে, জানা যাবে আজ:

ট্রেন চলাচল শুরুর বিষয়েও অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ রেলওয়ে। সংস্থাটির কর্মকর্তারা জানিয়েছেন, রেলপথ মন্ত্রণালয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার অধীনে। রোববার তিনি অধীনস্থ মন্ত্রণালয় ও বিভাগগুলোর কর্মকর্তাদের সঙ্গে একটি সভা করবেন। সেখানেই ট্রেন চালুর বিষয়ে নির্দেশনা চাওয়া হবে।

কবে থেকে ট্রেন চলাচল শুরু হচ্ছে—এমন প্রশ্নে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী বলেন, ‘প্রধান উপদেষ্টা রোববার সাড়ে ৩টায় অধীনস্থ সব মন্ত্রণালয়ের সঙ্গে একটি মিটিং করবেন। সেখানে রেলপথ মন্ত্রণালয়ের সচিবও থাকবেন। এ মিটিংয়ে ট্রেন চলাচলের বিষয়টি উত্থাপন করার কথা আমি সচিব মহোদয়কে বলেছি। উনি বিষয়টি তুলে ধরার পর কোনো নির্দেশনা পেলে আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেব।’
 

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2