• NEWS PORTAL

  • সোমবার, ০৭ অক্টোবর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

শ্রমিকদের দাবি মেনে নেয়ার সিদ্ধান্ত, খুলছে সকল কারখানা

প্রকাশিত: ১১:২৩, ১০ সেপ্টেম্বর ২০২৪

ফন্ট সাইজ
শ্রমিকদের দাবি মেনে নেয়ার সিদ্ধান্ত, খুলছে সকল কারখানা

ফাইল ছবি

কয়েক দিনের অস্থিরতার পর স্বাভাবিক হচ্ছে আশুলিয়া শিল্পাঞ্চল। খুলেছে সব কারখানা। টানা ১৩ দিনের আন্দোলনের পর সকাল থেকে নিয়মমাফিক বিভিন্ন কারখানায় কাজে ফিরেছেন শ্রমিকরা। 

শ্রমিকদের দাবি মেনে তাদের টিফিন বিল ও হাজিরা বোনাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি -বিজিএমইএ। পোশাক কারখানায় নিয়োগের ক্ষেত্রে নারী-পুরুষ সমান অধিকারের কথা জানানো হয়েছে। গতকাল রাতে ছয়ঘণ্টার বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।

এরপর শ্রমিকদের কাজে ফেরার অনুরোধ জানান শ্রমিক সংগঠনগুলোর নেতারাও। শ্রমিক অসন্তোষের কারণে কয়েকদিন ধরে অস্থিরতা চলছিলো রফতানিমুখী সব তৈরি পোশাক কারখানায়। নানা শঙ্কায় কারখানার চাকা বন্ধ রাখতে বাধ্য হন উদ্যোক্তারা। শিল্পাঞ্চলে মোতায়েন রয়েছে যৌথবাহিনীর বিপুল সংখ্যক সদস্য।

বিভি/এজেড

মন্তব্য করুন: