• NEWS PORTAL

  • শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

বাংলাদেশে ভারতের প্রকল্প স্থগিত হয়েছে কীনা জানালেন প্রণয় ভার্মা

প্রকাশিত: ১৩:২৬, ১০ সেপ্টেম্বর ২০২৪

ফন্ট সাইজ
বাংলাদেশে ভারতের প্রকল্প স্থগিত হয়েছে কীনা জানালেন প্রণয় ভার্মা

ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা

বাংলাদেশে চলমান কোনো ভারতীয় প্রকল্প স্থগিত হয়নি বলে জানিয়েছেন দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মা। চলমান কিছু প্রকল্পের ঠিকাদার ভারতে চলে গেলেও দ্রুতই ফিরে এসে কাজ শুরু করবেন বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার।

পরে সাংবাদিকদের তিনি বলেন, আগের মতোই একসাথে কাজ করছে ঢাকা ও দিল্লি। অর্থ উপদেষ্টার সাথে বেশ কিছু বড় প্রকল্পে কাজ করা নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

আশুগঞ্জ ও আখাউড়া সড়কের মতো কিছু প্রকল্পের ঠিকাদার গত ৫ আগস্ট সরকার পতনের পর ভারতে চলে যান। তারা দ্রুতই ফিরে আসবেন এবং প্রকল্পের কাজে হাত দেবেন বলে মন্তব্য করেন প্রণয় ভার্মা।

এই সরকারের সাথেও ভারত আগের মতই দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেবে উল্লেখ করে তিনি বলেন, ভারত থেকে বাংলাদেশের ঋণের অর্থ ছাড় করার বিষয়েও সমস্যা নেই।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2