ট্রাম্পের পাল্টা শুল্ক: আজই চূড়ান্ত ফয়সালা হবে বলে আশাবাদী বাংলাদেশ

ছবি: সংগৃহীত
ওয়াশিংটনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্ক বিষয়ক আলোচনা আজ তৃতীয় দিনের মতো অনুষ্ঠিত হবে। আজই (৩১ জুলাই) চূড়ান্ত ফয়সালা হবে বলে আশাবাদী বাংলাদেশ। সমঝোতা না হলে আগামীকাল আগস্টের প্রথম দিনেই ট্রাম্প প্রশাসন বাড়তি শুল্ক আরোপ করতে পারে।
বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। এই প্রতিনিধি দলে আরো আছেন প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. নাজনীন কাওসার চৌধুরী।
যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন সহকারী ট্রেড রিপ্রেজেন্টেটিভ ব্রেন্ডন লিঞ্চ। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি - ইউএসটিআর-এর সঙ্গে এই দলের প্রথম দিনের আলোচনা হয় বাংলাদেশ সময় গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত। দ্বিতীয় দিনের আলোচনা হয় বুধবার সন্ধ্যা সাতটা থেকে রাত তিনটা পর্যন্ত।
বিভি/এআই
মন্তব্য করুন: