• NEWS PORTAL

  • শনিবার, ০৫ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

নগদের প্রশাসককে সাবেক এমডি তানভীরের হুমকির অভিযোগ, থানায় জিডি

প্রকাশিত: ১৪:০৭, ১২ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১৪:০৮, ১২ সেপ্টেম্বর ২০২৪

ফন্ট সাইজ
নগদের প্রশাসককে সাবেক এমডি তানভীরের হুমকির অভিযোগ, থানায় জিডি

নগদের সাবেক ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুক এবং তার সহযোগীদের বিরুদ্ধে প্রতিষ্ঠানটিতে বাংলাদেশ ব্যাংকের নিয়োগকৃত প্রশাসককে তার কার্যক্রম ব্যাহত করতে নানা তৎপরতার অভিযোগ উঠেছে। এ বিষয়ে সম্প্রতি থানায় জিডি করেছেন নগদের নতুন প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদার । 

জান গেছে, গত ৫ সেপ্টেম্বর রাজধানীর বনানী থানায় জিডি করেছেন নগদের প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদার। দিদার বলেন, ‘আমার কাজে বাধা দেওয়া হচ্ছিল, তাই জিডি করেছি। আপাতত এর বেশি বলতে চাচ্ছি না।’ কী ধরনের বাধা দেওয়া হচ্ছিল জানতে চাইলে তিনি বলেন, ‘আমাকে ফোন করে বলা হয়েছে, এভাবে করবেন না, ওভাবে করবেন না ইত্যাদি।…এর বেশি বলতে চাই না। আসলে জিডির বিষয়ে আমি কথা বলতে চাচ্ছি না।’ আপনি কি এখনও ভয় পাচ্ছেন? এমন প্রশ্নে তিনি বলেন, ‘আর কিছুই বলব না।’

বিষয়টি জানতে চাইলে বনানী থানার উপপরিদর্শক ও জিডির তদন্ত কাজে নিয়োজিত কর্মকর্তা মো. সৈকত বলেন, ‘আমি এখনও কাজ শুরু করিনি। আমরা বিষয়টি আদালতের নজরে আনব। কারণ এ ধরনের বিষয়ে আদালতের অনুমতি নিতে হয়। এরপর তদন্তসাপেক্ষে প্রতিবেদন দেওয়া হবে।’

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরওয়ার বলেন, ‘বিষয়টি অবগত আছি। ডিসিও অবগত আছেন। আমরা গুরুত্ব দিয়ে তদন্ত করব।’  

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক গণমাধ্যমকে বলেন, নগদে দায়িত্ব পালন করতে গিয়ে বাংলাদেশ ব্যাংকের নিয়োজিত প্রশাসক বিভিন্ন হুমকির সম্মুখীন হচ্ছেন। এ কারণে তিনি থানায় জিডি করেছেন। তবে বাংলাদেশ ব্যাংক ও ডাক বিভাগ পুরো নগদের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে।

মেজবাউল হক আরও বলেন, ‘নগদের গ্রাহকদের আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই৷ এই আর্থিক প্রতিষ্ঠানের সব সেবা স্বাভাবিকভাবে চলবে।’

কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানান, নগদের কার্যক্রমের বিষয়ে নিরীক্ষা পরিচালনা করার ব্যাপারে আলোচনা চলছে। নিরীক্ষা হলেই বের হয়ে আসবে যে প্রতিষ্ঠানে কোনো ধরনের কোনো অনিয়ম হয়েছে কি না।

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2