• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

এলএনজির সরবরাহের অভাবে বন্ধ রামপাল বিদ্যুৎকেন্দ্র

জ্বালানি সঙ্কটে বেড়েছে লোডশেডিং

প্রকাশিত: ২০:১৬, ১২ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ২০:২৬, ১২ সেপ্টেম্বর ২০২৪

ফন্ট সাইজ
জ্বালানি সঙ্কটে বেড়েছে লোডশেডিং

রামপাল বিদ্যুৎ কেন্দ্র বন্ধ, সামিটের এলএনজি সরবরাহ না থাকা এবং জ্বালানি সঙ্কটের কারণে দেশে বেড়েছে লোডশেডিং। এছাড়া, বেসরকারি খাতের তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতেও কমেছে উৎপাদন। বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান জানিয়েছেন, দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই পরিস্থিতির উন্নতি হবে।

জানা যায়, সরকারি প্রতিষ্ঠান বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের হিসাব অনুযায়ী দেশে প্রতিদিন বিদ্যুতের চাহিদা প্রায় ১৬ হাজার মেগাওয়াট। কিন্তু, জ্বালানি সঙ্কট ও বিদ্যুৎ কেন্দ্র বন্ধ থাকায় কমেছে বিদ্যুতের উৎপাদন। ফলে প্রতিদিন বিদ্যুতের ঘাটতি রয়েছে এক থেকে দেড় হাজার মেগাওয়াট। তাই পরিস্থিতি সামাল দিতে লোডশেডিংয়ের কোনো বিকল্প নেই সরকারের কাছে। 

সরকারের তথ্য বলছে, রক্ষণাবেক্ষণের কারণে বন্ধ রয়েছে সাড়ে তিন হাজার মেগাওয়াট উৎপাদন সক্ষমতার বিদ্যুৎকেন্দ্র। সামিটের এলএনজি টার্মিনাল বন্ধ থাকায় গ্যাসের সরবরাহ কমেছে। ফলে জ্বালানি সঙ্কটে বন্ধ আছে ছয় হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন। অন্যদিকে, গত কয়েকদিন ভারত থেকে বিদ্যুতের আমদানিও কমেছে। যদিও বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা জানিয়েছেন চলতি মাসেই পরিস্থিতির উন্নতি হবে।

এদিকে, বিদ্যুৎখাতে ব্যাপক বকেয়া রয়েছে সরকারের। গেল আওয়ামী লীগ সরকারের সময়ে বিদ্যুৎ ও জ্বালানি কেনার অর্থ পরিশোধ না করায় বিদ্যুৎখাতে সরকারের বকেয়া প্রায় ৬০ হাজার কোটি টাকা।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: