• NEWS PORTAL

  • সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

পূজামণ্ডপে ৩৫ অপ্রীতিকর ঘটনায়ই আইনি ব্যবস্থা নেয়া হয়েছে: আইজিপি

প্রকাশিত: ২২:৩৬, ১১ অক্টোবর ২০২৪

আপডেট: ২৩:১৯, ১১ অক্টোবর ২০২৪

ফন্ট সাইজ
পূজামণ্ডপে ৩৫ অপ্রীতিকর ঘটনায়ই আইনি ব্যবস্থা নেয়া হয়েছে: আইজিপি

ছবি: বনানী পূজামণ্ডপ পরিদর্শন শেষে বক্তব্য রাখছেন আইজিপি

দেশের ৩২ হাজার পূজামণ্ডপে ১১ দিনে ৩৫টি অপ্রীতিকর ঘটনা ঘটেছে উল্লেখ করে পুলিশ মহাপরির্দশক ময়নুল ইসলাম বলেন, যতোগুলো ঘটনা ঘটেছে প্রতিটার বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে। এসব ঘটনায় ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বনানী পূজামণ্ডপ পরিদর্শন শেষে এসব কথা জানান পুলিশ প্রধান ময়নুল ইসলাম।

পুলিশ প্রধান বলেন, এবারের দুর্গাপূজা অনেক চ্যালেঞ্জিং ছিলো। অনেকেই দুর্গাপূজা ঘিরে শঙ্কা প্রকাশ করেছেন। আমরা পূজা শুরুর আগেই আপনাদের আশ্বস্ত করেছি; শান্তিপূর্ণভাবে পূজা উদযাপিত হবে। এবার দুর্গাপূজা অনেক জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হচ্ছে।

তিনি আরও বলেন, প্রত্যেক ধর্মের মানুষের নিজ নিজ ধর্ম পালনের অধিকার সংবিধানস্বীকৃত। মুষ্টিমেয় কিছু অপরাধী ছাড়া বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়। আমরা শান্তিপ্রিয় মানুষের পাশে রয়েছি। যারা অপরাধী তাদেরকে আইনের আওতায় আনতে পুলিশ বদ্ধপরিকর। 

  

বিভি/এমআর

মন্তব্য করুন: