• NEWS PORTAL

  • রবিবার, ৩১ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

অন্তর্বর্তী সরকারকে কড়া হুঁশিয়ারি দিলেন সমন্বয়ক সারজিস

প্রকাশিত: ১৯:৪৭, ১২ অক্টোবর ২০২৪

আপডেট: ১৯:৫৩, ১২ অক্টোবর ২০২৪

ফন্ট সাইজ
অন্তর্বর্তী সরকারকে কড়া হুঁশিয়ারি দিলেন সমন্বয়ক সারজিস

অন্তর্বর্তী সরকারকে নিয়ে সমালোচনা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, আপনারা না পারলে আমাদেরকে দায়িত্ব দেন।

শনিবার (১২ অক্টোবর) বিকালে এক ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম লিখেছেন, যারা জীবন দিয়ে, রক্ত দিয়ে এই অভ্যুত্থান ঘটাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখল তাদের চিকিৎসা আর আর্থিক সহযোগিতার ক্ষেত্রে সরকারের এত দীর্ঘসূত্রিতা কেন? আপনারা না পারলে আমাদেরকে দায়িত্ব দেন।

এই সংবাদ লেখা পর্যন্ত স্ট্যাটাসটিতে ২ হাজার ৭০০ এর বেশি পাঠক মন্তব্য করেছেন এবং রিয়েক্ট দিয়েছেন প্রায় ৩০ হাজার। 

জয়নাল আবেদীন নামে একজন লিখেছেন, চমৎকার সত্যি কথা বলেছেন ভাই।

আরিফ হাসান আফজাল লিখেছেন, যাদের রক্তের ওপর দাঁড়িয়ে ক্ষমতায় গেলেন, তাদের সহযোগিতা করতে এত সময় কেন? ক্ষমতায় গেলে মানুষ সহযোগিতাকারীদের ভুলে যায়।

সায়েরা সুলতানা লিখেছেন, ঠিক বলেছেন। এটার একটা ব্যবস্থা হওয়া ফরজ। আগে আন্দোলনে আহতদের সঠিক চিকিৎসা, তারপর অন্য সবকিছু। সুমাইয়া রাহা নামে আরেকজন লিখেছেন, সঠিক কথা বলেছেন।

নূর মুহাম্মদ মির্জা লিখেছেন, দুঃখজনক বিষয় এখনও তাদের চিকিৎসা চলছে। ভালো হসপিটালে উন্নতমানের চিকিৎসা দিলে আরও আগে সুস্থ হয়ে যাওয়ার কথা ছিল। যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাদের জান্নাতবাসী করুক।

বিভি/টিটি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2