• NEWS PORTAL

  • রবিবার, ৩১ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

পলিথিনের ব্যবহার করতে দেওয়া হবে না: বাণিজ্য উপদেষ্টা

প্রকাশিত: ১৪:১১, ৩১ আগস্ট ২০২৫

আপডেট: ১৪:১৩, ৩১ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
পলিথিনের ব্যবহার করতে দেওয়া হবে না: বাণিজ্য উপদেষ্টা

ছবি: পরিবেশবান্ধব পাটের ব্যাগ বাজারজাতকরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানিয়েছেন, প্লাস্টিকের স্থানে পাট পণ্যের ব্যবহার নিশ্চিত করা গেলে আমদানিতে অন্তত এক বিলিয়ন ডলার বেঁচে যেতো। জানান, বাজারের আর পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর পলিথিনের ব্যবহার করতে দেওয়া হবে না। এজন্য যৌক্তিক সময় দেওয়ার পর কঠোর হবে সরকার।  

রবিবার (৩১ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজারে আয়োজিত পরিবেশ বান্ধব পাটের ব্যাগ বাজারজাতকরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বাণিজ্য উপদেষ্টা বলেন, পাট শিল্পে স্থানীয় সক্ষমতা থাকবার পরও বাংলাদেশ এগুতে পারেনি। অথচ ভারতসহ অন্য দেশ পাটশিল্পকে বহু দূর এগিয়ে নিয়ে গেছে। পাটশিল্পের বিকাশ হলে দেশে ব্যাপক কর্মসংস্থান হবে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, পাট পণ্যের রফতানি তিন বিলিয়ন ডলারে নেওয়া সম্ভব। 

অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, প্লাস্টিক মানুষের স্বাস্থ্যঝুঁকি উদ্বেগজনক পর্যায়ে নিয়ে গেছে। 

বিভি/এমআর

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2