চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যায় মামলা
খুনের আসামি চন্দনের ৭ দিন, রিপনের ৫ দিনের রিমান্ড
ছবি: সংগৃহিত
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দন দাসের ৭ দিন ও অপর আসামি রিপন দাসের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালতে পুলিশ দুইজনের ১০ দিন করে রিমান্ড আবেদন করলে আদালত শুনানী শেষে চন্দন দাসের ৭ দিন ও রিপন দাসের ৫ দিনের এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে বুধবার দিবাগত রাতে ভৈরব রেলস্টেশন থেকে শ্বশুড়বাড়ি যাওয়ার পথে আইনজীবী হত্যা মামলার প্রধান আসামি চন্দন দাসকে গ্রেফতার করে পুলিশ। পরে গতকাল সন্ধ্যায় গ্রেফতারকৃত চন্দনকে চট্টগ্রামে নিয়ে আসা হয়।
এই হত্যাকান্ডের ঘটনায় অপর আসামি রিপন দাসকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেফতার করে পুলিশ।
উল্লেখ্য, গত ২৬ নভেম্বর সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র ও বহিস্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন না-মঞ্জুর করে কারাগারে পাঠানোকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে চিন্ময়ের অনুসারীরা আইনশৃঙ্খলাবাহিনীর উপর হামলা ও ভাংচুর চালায়। সংঘর্ষের সময় চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে চিন্ময় অনুসারীরা। এ হত্যার ঘটনায় নিহতের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে চট্টগ্রাম কোতোয়ালি থানায় ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০/১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। ওই মামলার এক নম্বর আসামি চন্দন দাশ। এ মামলায় এখন পর্যন্ত চন্দনসহ ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: